লোহাগড়ার ইউপি চেয়ারম্যান পলাশ হত্যাকান্ড প্রধান আসামি শরীফ মনিরুজ্জামানের রিমান্ড মঞ্জুর

0
408

এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল):
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশ(৫২) কে হত্যার ঘটনায় আটক প্রধান আসামী আওয়ামীলীগ নেতা শরীফ মনিরুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই সাইফুর রহমান হিলু বাদি হয়ে লোহাগড়া থানায় ১৫ জনকে আসামি করে ১৭ ফেব্রুয়ারি রাতে মামলা দায়ের করেন। মামলা নং-২৫। মামলা দায়েরের পর নড়াইলের সহকারি পুলিশ সুপার মোঃ মেহেদি হাসান এর নেতৃত্বে একদল পুলিশ ১৭ ফেব্রুয়ারি ঢাকার একটি হোটেল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি শরীফ মনিরুজ্জামানকে গ্রেফতার করে। ১৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় শরীফ মনিরুজ্জামানকে লোহাগড়া থানায় আনা হয়। ১৯ ফেব্রুয়ারি শরীফ মনিরুজ্জামানকে আদালতে সোপর্দ করা হয় এবং ১০দিনের রিমান্ড প্রার্থনা করা হয় সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৪৫ এর দিকে লোহাগড়া উপজেলা পরিষদের পরিসংখ্যান অফিসের পাশে রাস্তার মোড়ে শেখ লতিফুর রহমান পলাশ কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা।মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, আবেদনের প্রেক্ষিতে নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল ২২ ফেব্রুয়ারি তাঁর আদালতে হত্যা মামলার ১নং আসামী শরীফ মনিরুজ্জামান মনিরের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার ২নং আসামী শরীফ মনিরুজ্জামানের ভাই বাকিবিল্লাহ জেল হাজতে রয়েছেন। তারও রিমান্ড প্রার্থনা করা হয়েছে। এদিকে, হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে লোহাগড়া উপজেলা সদরসহ সর্বত্র আসামিদের ছবি সম্বলিত পোষ্টারিং করেছে বাদি পক্ষ।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here