লিবিয়ার জেল থেকে পালাল ৪০০ বন্দি

0
238

খবর৭১ঃলিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি কারাগার থেকে ৪০০ বন্দি পালিয়ে গেছে। কারাগারের কাছে প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর লড়াইয়ের সময় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে তারা পালিয়েছে। রোববার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর বিবিসির

গত সপ্তাহ থেকে ত্রিপোলির সবচেয়ে বড় সশস্ত্র দুটি গোষ্ঠী ত্রিপোলি রেভ্যুলশনারিজ ব্রিগেডস (টিআরবি) ও নওয়াসির সঙ্গে ত্রিপোলি থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বের টারহৌনা থেকে আসা সেভেন্থ ব্রিগেড বা কানিয়াতের তীব্র সংঘর্ষ শুরু হয়। এ লড়াই ত্রিপোলির দক্ষিণাংশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। ওই এলাকায়ই আয়িন জারা কারাগারটির অবস্থান।

লড়াই কারাগারের কাছাকাছি এলাকায় ছড়িয়ে পড়ার পর সৃষ্ট বিশৃঙ্খলার সময় বন্দিরা কারাগারের দরজাগুলো খুলে ফেলে। রক্ষীরাও তাদের বাধা দিতে পারেননি বলে জানিয়েছেন বিচার বিভাগের এক কর্মকর্তা। তিনি নিজের পরিচয় প্রকাশ না করার অনুরোধ করেছেন এবং বিস্তারিত আর কিছু জানাননি।

পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে তা তুলে ধরতে জাতিসংঘ সমর্থিত ত্রিপোলিভিত্তিক লিবীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here