লিটন আহত; ইমরুলের ‘ডাক’

0
367

খবর ৭১: মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ বেশ বিপদেই পড়ে গেছে। আহত হয়ে মাঠ ছেড়েছেন তামিম ইকবালের ওপেনিং পার্টনার লিটন দাস। তিন নম্বরে ইমরুল কায়েস আবারও ব্যর্থ। দলের প্রয়োজনের সময় ‘ডাক’ মেরে ফিরে গেছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ এখন ৩.৪ ওভারে ১ উইকেটে ১৬ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারেই চোট পেয়ে মাঠ ছাড়লেন লিটন দাস। গতিময় ক্যারিবীয় পেসার ওশান টমাসের একটি ইয়র্কার ফ্লিক করতে চেয়েছিলেন, খেলতে পারেননি ঠিকমত। বল গিয়ে লাগে তার ডান পায়ের গোড়ালির একটু ওপরে। কোনো রকমে একটি রান নিয়ে অন্যপ্রান্তে গিয়েই শুয়ে পড়েন তিনি। মাঠে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরও সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না লিটন। ৫* রান নিয়েই মাঠ ছাড়েন স্ট্রেচারে করে।
এরপর উইকেটে আসেন ইমরুল কায়েস। ৬ বল খেলে কোনো রান করতে পারেননি। থমাসের বলে ক্যাচ দিয়েছেন উইকেটকিপার শাই হোপের গ্লাভসে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ। যদিও খরুচে বোলিংয়ের জন্য রুবেল হোসেনকে নিয়ে অনেক আলোচনা আছে। তবে উইনিং কম্বিনেশন ঠিক রাখতেই এই ব্যবস্থা। অন্যদিকে উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। ইতিমধ্যেই টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা ব্যর্থতার চক্রে থাকা ওপেনার কাইরান পাওয়েল জায়গা হারিয়েছেন। তার বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান চন্দ্রপল হেমরাজ। গত অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরে অভিষেক হয়েছিল ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। সেই সিরিজে তিনি ৪ ম্যাচ খেলে করেছিলেন ৭০ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দ্রপল হেমরাজ, শেই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, রোস্টন চেইস, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশান টমাস।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here