লায়ন কামরুন্নাহার জহিরের ৫০০ কম্বল পেল সৈয়দপুরের শীতার্ত মানুষ

0
226

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর (২০১৯-২০২০ মেয়াদ) দ্বিতীয় ভাইস্ জেলা গভর্ণর পদপ্রার্থী লায়ন কামরুন্নাহার জহির পিএমজেএফের উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে ৫০০ পিস নতুন কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল (শনিবার) সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে অডিটোরিয়ামে এবং সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পৃথক পৃথকভাবে ওই কম্বল বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গেটওয়ে এবং লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি ছিলেন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন এম এ রশীদ এমজেএফ।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর ২য় ভাইস্ গভর্ণর লায়ন মো. শামসুল আলম এমজেএফ এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন প্রভাষক লায়ন আব্দুল মান্নান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর ২০১৯-২০২০ মেয়াদের দ্বিতীয় ভাইস্ জেলা গভর্ণর পদপ্রার্থী লায়ন কামরুন্নাহার জহির পিএমজেএফ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর প্রমূখ।
সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের শীতবস্ত্র বিতরণটি সঞ্চালনা করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর কোষাধ্যক্ষ প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন সাংবাদিক লায়ন আমিনুল হক, লায়ন নুর আলম, লায়ন নুসরাত খালেদ, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. রানা আজহার প্রমূখ।
প্রথমে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে ৩০০ পিস এবং পরে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ২০০ পিস নতুন কম্বল বিতরণ করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here