লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর অক্টোবর সেবা পক্ষ- ২০১৮ সমাপণী অনুষ্ঠান

0
305

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম গোলাম কিবরিয়া বলেছেন, সৈয়দপুরে শিক্ষা ক্ষেত্রে লায়ন্স ক্লাবের অবদান অনেক। শিক্ষার গুনগত মান বজায় রেখে লায়ন্স ক্লাব এখানে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছে। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনালের কয়েকটি জেলায় কিছু স্থায়ী প্রতিষ্ঠান রয়েছে। লায়ন্স ক্লাবের স্থায়ী প্রতিষ্ঠানের মধ্যে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ সবার শীর্ষে রয়েছে।
তিনি গত রোববার রাতে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ – ২০১৮ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর গৃহীত কর্মসূচির সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ওই সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরো বলেন, সৈয়দপুরে শিক্ষা পরিবেশ অনেক সুন্দর। বাস্তবেই সৈয়দপুর একটি শিক্ষা নগরী। তিনি বলেন, শুধুমাত্র লেখাপড়া করলেই হবে না, শিক্ষার প্রকৃত আলো আমাদের অন্তরে প্রোথিত করতে হবে। আর শিক্ষার্থীদের কেবলমাত্র শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। আগামী দিনের ভবিষ্যৎ বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উপদেষ্টা ও লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই অক্টোবর সেবা পক্ষ – ২০১৮ এর কর্মসূচির প্রতিবেদন তুলে ধরা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন অক্টোবর সেবা পক্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক প্রভাষক লায়ন মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাব সদস্যদের আনুগত্যের শপথ পাঠ করান লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক লায়ন আবুল ফজল মো. হাসানুজ্জামান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর লায়ন মো. নজরুল ইসলাম খান কিশোর।
অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সম্পাদক লায়ন মো. মঈন আলম। গোটা সমাপণী অনুষ্ঠানটি সঞ্চালনায়  ছিলেন লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সাংবাদিক, লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সভাপতি অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সদস্যবৃন্দ ও লায়ন্স স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন। (ছবি আছে)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here