লালমনিরহাট-২ আসনের নুরুজ্জামান আহমেদ পূর্ণমন্ত্রীর মর্যাদা পেলেন

0
258

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ নুরুজ্জামান আহমেদ সমাজকল্যান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রবীণ এই রাজনীতিবিদ লালমনিরহাট-২ আসন থেকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
লালমনিরহাট জেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা নুরুজ্জামান আহমেদ এবারও বিপুল ভোটে জয়ী হয়েছেন। লালমনিরহাট-২ আসনে নৌকা প্রতীকের এই প্রার্থী চমক দেখিয়ে আবারও নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দী জাপা থেকে সদ্য বিএনপিতে যোগ দেয়া বিএনপির হেভিওয়েট প্রার্থী রোকন উদ্দিন বাবুলকে দুই লক্ষাধিক ভোটেরও বেশী ব্যবধানে হারিয়েছেন তিনি।
নুরুজ্জামান আহমেদ প্রতিমন্ত্রী থাকাকালীন তার হাত ধরেই স্বর্ণামতি সেতু, আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশন, আদিতমারী জিএস মডেল স্কুুল অ্যান্ড কলেজ সরকারিকরণ, আদিতমারী ডিগ্রী কলেজ সরকারিকরণ, কালীগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট, কাকিনা মহিপুর দ্বিতীয় শেখ হাসিনা সেতুসহ এলাকার রাস্তাঘাটে আমুল পরিবর্তন হয়।
নুরুজ্জামান আহমেদ সমাজকল্যান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি একই মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নুরুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা সদরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম করিম উদ্দিন আহমেদ, মাতার নাম নুরজাহান আহমেদ। নুরুজ্জামান আহমেদ ছাত্রাবস্থায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগের রাজনীতি করতেন। ১৯৮৬ সালে তিনি প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন পরে ২০০৮ সালে দ্বিতীয় বারের মতো আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি কয়েকবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
নুরুজ্জামান আহমেদ ২০১৪ সালের নির্বাচনেও জয়ী হন। ওই নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে খাদ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পরে সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা দ্বিতীয় জয় পান নুরুজ্জামান আহমেদ।
নুরুজ্জামান আহমেদ এমপিকে পূর্নমন্ত্রীর দায়িত্ব দেয়ায় লালমনিরহাট জেলার জনগণের প্রত্যাশা এবার আরো বেড়ে গেছে, সেই সাথে তাকে পূর্নমন্ত্রীর মর্যাদা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুখেচ্ছা জানান। জেলার আপামর জনসাধারন মনে করেন, তাঁকে এবার পূর্ন মন্ত্রীর মর্যাদা দেয়ায় লালমনিরহাটের চলমান উন্নয়ন আরো গতিশীল হবে। জেলার সাধারন জনগন মনে করেন, জেলার উন্নয়নে অসমাপ্ত কাজগুলো অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হবে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here