লালমনিরহাট-জেলার ৩টি আসনে ১৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

0
261

কাজী শাহ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি- আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-জেলার ৩টি আসনে আওয়ামী লীগ, বিএনপি,জাপা,স্বতন্ত্র সহ মোট ১৮ জন প্রার্থী জেলা ও উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় নির্ধারন থাকায় প্রার্থীগন সকাল থেকে স্ব স্ব দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল শেষে নিজ নিজ মনোনয়ন পত্র দাখিল করেছে ।
হাতীবান্ধা, পাটগ্রাম,কালীগঞ্জ,আদিতমারী,লালমনিরহাট সদর উপজেলা ও লালমনিরহাট জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে জেলার তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেন (নৌকা),বিএনপির প্রার্থী মোশারফ হোসেন (ধানের শীষ) ও ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান (ধানের শীষ), জাপা প্রার্থী অব.মেজর খালেদ আকতার (লাঙ্গল), জাসদ ছাদেকুল ইসলাম (মশাল),ইসলামী শাসন তন্ত্র আন্দোলন বকুল (হাতপাখা),এনপিপি আঃ ছাত্তার, (স্বতন্ত্র) এরশাদ হোসেন সাজু ও হাবীব মোহাম্মদ ফারুক সহ মোট ৯ জন
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামীলীগ প্রার্থী নুরুজ্জামান আহম্মেদ,বিএনপি সালেউদ্দিন আহম্মেদ হেলাল, রোকনউজ্জামান বাবুল,জাহাঙ্গীর আলম সহ মোট ৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
লালমনিরহাট-৩ (সদর লালমনিরহাট) আসনে জাপা গোলাম মোহাম্মদ কাদের,বিএনপি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, স্বতন্ত্র মাহবুবর রহমান মিঠু, শামীম ইস্তিহাক চৌধুরী ,বাসদ আজমল হক পুতুল সহ ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন ।
লালমনিরহাট জেলার তিনটি আসনে মোট ১৮ জন প্রার্থী পৃথক পৃথক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে রিটার্নিং অফিসার কার্যালয় সুত্রে জানা গেছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here