লালমনিরহাটে ১লক্ষ ৮২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

0
294

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট :জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবারে লালমনিরহাটে ১ লক্ষ ৮২ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ডিসেম্বর) বিকেলে লালমনিরহাটে সাংবাদিকদের সাথে সিভিল সার্জন হলরুমে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ কাশেম আলী সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক লালমনিরহাট ডাঃ হারুন অর রশিদ, লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মামুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে বলেন, এবারে লালমনিরহাট জেলায় এক লক্ষ ৮২ হাজার জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস পর্যন্ত ১৮ হাজার ৫শত জন শিশু নীল রঙের ও ১২ মাস থেকে ৪৯ মাস পর্যন্ত ১লাখ ৬৩ হাজার ৫শতজন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট ১হাজার ১শত ৭৭ কেন্দ্রে ২ হাজার ৩শ ৫৪ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ১শত ৫৩ জন ও পরিবার পরিকল্পনা কর্মীর সংখ্যা ১শত ৬৫ জন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here