লালমনিরহাটে রাতে ট্রাক শ্রমিকদের সড়ক অবরোধ

0
446

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি:
সোমবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ১১টায় লালমনিরহাট জেলা শহরের ঢাকা বাসস্টান্ডে ট্রাক শ্রমিকরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। ফলে শত শত যাত্রীসহ যানবাহন চলাচলে মারাত্নক দুর্ভোগে পড়েছে।

জেলা ট্রাক ও ট্যাঙ্কলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু পুলিন চন্দ্র জানান, সোমবার রাতে ১১টার দিকে যুবলীগ কর্মীরা তাদের নয়ন নামক এক শ্রমিক নেতাকে বেধরক মারপিট করে। এতে শ্রমিক নেতা নয়ন গুরুতর আহত হয়। পরে সংবাদটি শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে সাধারণ শ্রমিকরা ঢাকা বাসস্টান্ডে একত্রিত হয়ে লালমনিরহাট-বুড়মারী মহাসড়ক অবরোধ করে। সড়ক অবরোধের আধঘন্টার মধ্যেই মহাসড়কের দুই পার্শ্বে শত শত যানবাহন আটকা পরে। এ সময় ঈদে বাড়িতে আসা ফিরতি ঢাকাগামী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ সময় সাধারন শ্রমিকরা দায়ী যুবলীগ কর্মীকে আটকের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
সড়ক অবরোধের সংবাদ প্রশাসনের উর্ধতন কর্মকর্তার নিকট পৌছলে তারা ঘটনাস্থলে আসে এবং মহাসড়ক থেকে বেরিগেট দেয়া যানবাহন তুলে নিতে বলে।

এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। মহাসড়কে যান চলাচলে স্বাভাবিক রয়েছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here