লালমনিরহাটে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, শিক্ষার্থীদের আ’লীগ নেতার ফুলের শুভেচ্ছা

0
306

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় লালমনিরহাটে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে সিগনাল অমান্য করায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ও একটি মোটর সাইকেল ভাংচুর করেছে শিক্ষার্থীরা। শনিবার (৪ আগষ্ট) দুপুরে লালমনিরহাট শহরের মিশন মোড়ে এ ঘটনা ঘটে। থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হলেও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়রা জানান, সকালে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে শহরের মিশন মোড়ে বিক্ষোভ মিছিল করে গাড়ির কাগজ পত্র যাচাই বাচাই করেন। এ সময় ম্যাজিস্ট্রেটকে নেয়ার জন্য সরকারী একটি গাড়ি (ঢাকা মেট্রো ঠ ১৩-৪৪০৮) মিশন মোড়ে আসে। এ সময় গাড়িটি সিগনাল অমান্য করায় উত্তেজিত শিক্ষার্থীরা গাড়িতে ভাংচুর করে। এ ছাড়াও একটি মোটর সাইকেল কাগজপত্র দেখাতে অনিহা প্রকাশ করলে মোটর সাইকেলটি ভাংচুর করে শিক্ষার্থীরা। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হলে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের ফুল দিয়ে দাবি সুপারিশ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর প্রতিশ্রুতি দিলে তারা আন্দোলন স্থগিত করে ক্লাসে চলে যান।
লালমনারহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের একটি গাড়ির পিছনের গ্লাস ভাংচুর করা হয়েছে। তবে জেলা পরিষদের প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে চলে গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here