লালমনিরহাটে মহান সাধীনতা ও জাতীয় দিবস পালিত

0
248

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধিঃ ২৬ মার্চ সারা দেশের ন্যায় লালমনিরহাটে যথাযগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযদ্ধ স্মৃতিসৌধে ৩১ তোপধ্বনি, শহীদদের স্বরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টায় শেখ কামাল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এর পরে অভিবাদন গ্রহন, কুচকাওয়াজ ও প্রদর্শন করেন। পরে সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও উপজেলা কমান্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। র‌্যালীতে ৭১’র সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ সর্বস্থনের জনসাধারন অংশগ্রহন করেন। এছাড়াও স্বাধীনতা ও জাতীয় দিবসে অংশ নেন লালমনিরহাটের “শিবরাম আদর্শ পাবলিক স্কুল” এর শিক্ষার্থীরা ডিসপ্লে প্রতিযোগীতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।
জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষ্যে ৭১এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের আয়োজনে সংগঠনটির লালমনিরহাট জেলা কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সংগঠনটির জেলা সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলু,সাধারন সম্পাদক শিল্পী তরনী কান্ত রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here