লালমনিরহাটে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার, ইউপি সদস্য আটক

0
242

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট: উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণে অনিয়মের দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেজাউল করিম নামে এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে প্রত্যাহার করা হয়। রেজাউল করিম কালীগঞ্জ কেইউপি সরকারি কলেজের প্রভাষক। তিনি বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ছিলেন।
এদিকে জাল ভোট দেয়ার অভিযোগে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আবু হানিফ সাগরকে আটক করেছে পুলিশ। উপজেলা সহকারী রিটার্নিং কমর্কতা ফারুক হোসেন জানান, ভোটগ্রহণে অনিয়মের দায়ে বানিনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রেজাউল করিমকে প্রত্যাহার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান। পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে তুষভান্ডার আরআরএমপি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌতম চক্রবর্তীকে দায়িত্ব দেয়া হয়। এ ছাড়াও জাল ভোট দেয়ার অভিযোগে উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য আবু হানিফ সাগরকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here