লালমনিরহাটে প্রায় ২লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

0
225

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট ঃ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে লালমনিরহাটে এবার এক লক্ষ ৮৬ হাজার ১শত শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে লালমনিরহাট সিভিল সার্জন সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা করেছেন। আগামী ১৪ জুলাই শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে গোটা জেলায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। বুধবার (১১বুধবার) বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালের সিভিল সার্জনের হলরুমে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তথ্য উপাত্ত তুলে ধরেন লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ কাশেম আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়ন স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, সিনিয়র সাংবাদিক এস গোকুল রায়সহ জেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয় এবারে লালমনিরহাট জেলায় এক লক্ষ ৮৬ হাজার ১শত জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস পর্যন্ত ১৯ হাজার ১শত জন শিশু নীল রঙের ও ১২ মাস থেকে ৪৯ মাস পর্যন্ত এক লাখ ৬৭ হাজার জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন বাস্তবায়নে লালমনিরহাটে ৪৬টি ইউনিয়নে মোট এক হাজার একশত ২৬ কেন্দ্রে দুই হাজার ২শত ৫২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। জেলায় মোট স্বাস্থ্য কর্মীর সংখ্যা ১৫৬ জন, পরিবার পরিকল্পনা কর্মীর সংখ্যা ৩৯ জন ও পৌরসভা স্বাস্থ্য কর্মীর সংখ্যা ১৫জন।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here