লালমনিরহাটে প্রতিবন্ধীর ব্যবসা প্রতিষ্ঠানে ইএসডিও কর্মী ও সন্ত্রাসী হামলা ,দেড়লক্ষ টাকা লুট

0
252

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট  প্রতিনিধি ঃলালমনিরহাটে এক শারীরিক প্রতিবন্ধীর ব্যবসায় প্রতিষ্ঠানে ইএসডিও কর্মীসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা মারপিট ও দেড়লক্ষ টাকা লুট করার ঘটনায় থানা অভিযোগ দায়ের।
জানা যায়, লালমনিরহাট শহরের বিডিআর হাটস্থ মেসার্স মাসুম ফার্টিলাইজার সপ এর মালিক শারীরিক প্রতিবন্ধী মাসুম পারভেজ। তিনি ব্যবসায়িক সমস্যার কারণে ১৫/১০/১৭ইং তারিখে ইকো সোসাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), লালমনিরহাট শাখা থেকে ঋণ গ্রহন করেন। এরমধ্যে ১৬/১০/১৭ইং তারিখে তার পিতা লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও কাউন্সিলর মোক্তার আলী মারা যান। তারপরেও শারীরিক প্রতিবন্ধী মাসুম পারভেজ ২৫/০৬/১৮ইং তারিখ পর্যন্ত ইএসডিও নিয়মিত ঋণের কিস্তি প্রদান করেন। এর মাঝে কিছু কিস্তি বকেয়া থাকার বিষয়ে ১৭/০৭/১৮ইং তারিখে তার ব্যবসায় প্রতিষ্ঠানে বসে ইএসডিও কর্মীর সাথে বিস্তারিত আলোচনায় ১৯/০৭/১৮ইং তারিখে বকেয়া কিস্তি প্রদানের সিদ্ধান্ত হয়। কিন্তু ১৮/০৭/১৮ইং তারিখে বিকাল ৫টায় হঠাৎ ইকো সোসাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), লালমনিরহাটের রিজোনাল ম্যানেজারের নেতৃত্বে শাখা ব্যবস্থাপক নুর ইসলাম, মাঠকর্মী কামাল মিয়াসহ ভাড়াটিয়া সন্ত্রাসী ১৫/১৭জন মোটর সাইকেল মহড়ায় এলাকায় আতংক সৃষ্টি করে শারীরিক প্রতিবন্ধীর ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত ভাবে হামলা চালায়। এমনকি তারা নানান ধরণের হুমকিমূলকভাষায় গালিগালাজ করতে থাকেন। ওই সময় শারীরিক প্রতিবন্ধী মাসুম পারভেজ দোকানে না থাকলেও তার বড় ছেলে সোয়াদ পারভেজ, দোকানের ম্যানেজার নিপেন্দ্র নাথ, কর্মচারী রায়হান সন্ত্রাসীদের বাঁধা দিতে গিলে তাদের শার্টের কলার চিপিয়া ধরে টানা হেঁচড়াসহ মারপিট করেন। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম সৃষ্টি হয়। এরএক পর্যায় দোকানের ক্যাশ টেবিলের ড্রয়ার থাকা আদায়কৃত ও দোকানের বিক্রিত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করে এনজিও সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে মেসার্স মাসুম ফার্টিলাইজার সপ এর মালিক শারীরিক প্রতিবন্ধী মাসুম পারভেজ বাদী হয়ে গত ১৮ জুলাই রাতে লালমনিরহাট সদর থানায় ইকো সোসাল ডেভলেপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রিজোনাল ম্যানেজারের, শাখা ব্যবস্থাপক নুর ইসলাম, মাঠকর্মী কামাল মিয়াসহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া সন্ত্রাসী ১৫/১৭জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। একজন শারীরিক প্রতিবন্ধীর ব্যবসায় প্রতিষ্ঠানে ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলা ও দেড়লক্ষ টাকালুট করার ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি থানা পুলিশ।
শারীরিক প্রতিবন্ধী মাসুম পারভেজ বলেন, আমি সমস্যায় পড়ে ঋণ নিয়েছি। কিস্তিও দিচ্ছি। আমার বাবার মারা যাওয়ায় কিছুটা ব্যবসার সমস্যার কারণে কিস্তি বন্ধ ছিল। তাদের সাথে আলোচনা করে ১৯জুলাই বকেয়া কিস্তি প্রদানের সিদ্ধান্ত হলেও তার আগেরদিন ১৮জুলাই হঠাৎ এনজিও কর্মীসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত ভাবে হামলা করে দেড়লক্ষ টাকা নিয়ে যান। এছাড়াও আমার বড় ছেলে ও কর্মচারীরা বাঁধা দিতে গিলে তাদেরকে মারপিট করেন। এসব এনজিও সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা অভিযোগ করেছি। আমি আইনের মাধ্যমে এঘটনার বিচার চাই।
ইএসডিও শাখা ব্যবস্থাপক নুর ইসলাম বলেন, ঋণের কিস্তি চাওয়ায় আমাদের সাথে খারাপ আচরণ করেছেন তারা। তাই তাদের সাথে আমাদের একটু টানা হেঁচড়ার ঘটনা ঘটেছে। ক্যাশ টেবিলের ড্রয়ার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুট করার বিষয় আমার জানা নেই।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, এনজিওর বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here