লালমনিরহাটে ইশারা ভাষা দিবসে র‌্যালী ও আলোচনা সভা

0
272

খবর৭১:আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট ॥ ইশারা ভাষা সকলের অধিকার প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে বৃহষ্পতিবার (৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় ও নর্থবেঙ্গল ডিজিবেল ডেভেলপমেন্ট সেন্টারের আয়োজনে লালমনিরহাটে এক বনার্ঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় এনজিওর সহযোগীতায় নর্থবেঙ্গল বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোশারফ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ শফিউল আরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ কাশেম আলী, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, নর্থবেঙ্গল ডিজিবেল ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক সুভাষ চন্দ্র বর্ম্মণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি প্রমূখ।
এতে স্থানীয় এনজিও নজীর, প্রতিবন্ধী কল্যাণ সমিতি, আদিতমারী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও কালীহাট বহুমূখী কৃষি উন্নয়ন সংস্থা সহযোগীতায় অনুষ্ঠিত বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here