লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউপিতে চাল বিতরণে অনিয়ম চেয়ারম্যান অবরুদ্ধ

0
271

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট ॥ ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার (১২জুন) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিক্ষুব্ধ জনতা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপনকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইউএনও গিয়ে স্লিপ বাতিল করে জাতীয় পরিচয়পত্র দেখে শুক্রবার সকাল ১০টায় ভিজিএফের চাল বিতরণ করার ঘোষনা দেয়। ফলে প্রায় ৪ ঘন্টা পর বিক্ষব্ধজনতা অবরোধ তুলে নেয়।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদরের মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের ২ হাজার দুইশত তিনর জনকে স্লিপের মাধ্যমে ১০ কেজি করে ভিজিএফর চাল বিতরণ করার কথা ছিল। কিন্তু অভিযোগ উঠে এই ২হাজার ২শত তিনটি স্লিপের মধ্যে ৩০ভাগ স্লিপ রাজনৈতিক পরিচয়ে বিতরণের নামে দুইশত টাকা মূল্যে বিক্রয় করা হয়েছে। এমনকি প্রকৃত ভিজিএফের তালিকা ভুক্তদের মাঝে স্লিপ বিতরণ করা হয়নি। এই নিয়ে চাল নিতে আসা ভিজিএফ কার্ডধারীরা বিক্ষুব্ধ হয়ে পরে। তারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপনকে অবরুদ্ধ করে। ফলে বৃহস্পতিবার ভিজিএফ চাল বিতরণ করা সম্ভব হয়নি। দুপুর দেড়টায় সদর উপজেলা হতে ইউএনও জয়শ্রী রানী রায় ঘটনাস্থলে যায়। সেখানে তিনি গিয়ে বিক্ষুব্ধজনতার কথা শুনে। স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগ হওয়ায় ভিজিএফ কার্ডের বিতরণকৃত স্লিপ বাতিল করে দেয়। সিদ্ধান্ত হয় ভিজিএফ কার্ডেও তালিকা ভুক্তদের জাতীয় পরিচয়পত্র দেখে শুক্রবার সকাল ১০ টা হতে ভিজিএফ কার্ডে চাল বিতরণ করা হবে। এদিকে ইউনিয়ন পরিষদের মেম্বার গণ অভিযোগ করেছে যে, ১৯মাস হতে ইউপি মেম্বারগণ তাদের সম্মানি ভাতার পরিষদের অংশ (প্রতিমাসে মেম্বার ৪ হাজার চারশত টাকা করে ও চেয়ারম্যান ৫হাজার টাকা করে) বকেয়া রয়েছে। এমনকি এপ্রিল মাসে পরিষদের অধিনে থাকা মৃত্তিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পশ্চিম রেললাইন পর্যন্ত রাস্তায় থাকা তিন শতাধিক বৃক্ষ টেন্ডারের মাধ্যমে বিক্রয় করা হয়। যার মূল্য ছিল ৪ লাখ ১০ হাজার টাকা প্রায়। কিন্তু এই গাছ টেন্ডারের ইউনিয়ন পরিষদের অংশের টাকা এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদে জমা করা হয়নি। টাকা চেয়ারম্যানে পকেটে আছে বলে অভিযোগ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় জানান, অনিয়মের অভিযোগ উঠায় স্লিপ বাতিল করে শুক্রবার ভিজিএফ কার্ডের চাল তালিকা ভুক্তদের জাতীয় পরিচয় পত্র দেখে বিতরণ করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here