লালবাগে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
325

খবর ৭১: রাজধানীর লালবাগের আলিরঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে- একসঙ্গে কয়েকটি বসতবাড়িতে আগুন লেগেছে। তবে এটি বস্তি কিনা তা স্পষ্ট নয়। আগুনের সংবাদ পেয়ে প্রথমে ৭টি এবং পরবর্তীতে আর ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, একটি প্লাস্টিকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের সংবাদ পাওয়া যায়নি। ভেতরে কেউ আটকেপড়ে আছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক মজুদ ছিল। এখান থেকে বিভিন্ন দোকানে প্লস্টিক সামগ্রী সরবরাহ করা হতো। ছুটির দিন থাকায় ভেতরে কেউ ছিল না। গোডাউন বন্ধ ছিল।

এদিকে আগুনের পরপরই লালবাগ, ইসলামবাগ, আলিরঘাট এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here