লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার স্বপ্নে বিভোর হোপ

0
229

খবর৭১ঃ রাজনৈতিক গ্যাঁড়াকল ও অব্যবস্থাপনায় গেল এক দশকে টালমাটাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। এর মাঝেও উঠে এসেছে কয়েকজন সুপার ব্যাটসম্যান। এদের অন্যতম হলেন শাই হোপ। ইতিমধ্যে দ্বীপপুঞ্জের টেস্ট ও ওয়ানডে দলে জায়গা পাকাপোক্ত করেছেন তিনি। তার স্বপ্ন এক ইনিংসে ব্রায়ান লারার মহাকব্যিক ৪০০ রানের রেকর্ড ভাঙা।

২০০৪ সালের এপ্রিলে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রান করেন লারা, যা এখন পর্যন্ত ক্রিকেটের অভিজাত সংস্করণে এক ইনিংসে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। একে একে ১৪ বছর অতিক্রান্ত হলেও কেউ সেই রানের ধারেকাছে যেতে পারেননি। ফলে বিশ্বরেকর্ডটি এখনও ইতিহাসের পাতায় সোনার হরফে লেখা আছে।

সেই অক্ষত রেকর্ডই ভাঙতে চান হোপ। তা ভাঙার স্বপ্নে বিভোর তিনি। ডানহাতি এ ব্যাটসম্যান বলেন, টেস্টে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙতে চাই। জানি তা খুবই কঠিন কাজ। তবে একদিন আমিই তা ভাঙব। সেই সীমা ছাড়িয়ে যাব।

২০১৫ সালের মে মাসে টেস্টে অভিষেক ঘটে হোপের। সাদা পোশাকে ২২ ম্যাচে ৩১.০২ গড়ে করেছেন এক হাজার ২১০ রান। তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন দুবার। আর হাফসেঞ্চুরি করেছেন চারবার। সর্বোচ্চ রানের ইনিংস ১৪৭।

মজার বিষয় হল- গেল ১৮ ইনিংসে কোনো সেঞ্চুরির দেখা পাননি হোপ। তবু সপ্ন দেখছেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি লারাকে ছাড়িয়ে যাওয়ার। অবশ্য স্বপ্ন দেখতেই পারেন ২৪ বছর বয়সী ব্যাটার। কারণ স্বপ্নের তো আর সীমা-পরিসীমা নেই। তারও বিশ্বাস, একদিন বাঁহাতি মাস্টার ব্যাটসম্যানের রেকর্ডটি ভাঙবেন তিনিই। এখন দেখা যাক কী হয়?

উল্লেখ্য, ক্যারিবীয়দের হয়ে ৩৬ ওয়ানডে খেলেছেন হোপ। বিপরীতে টি-টোয়েন্টিও খেলেছেন মাত্র ৩টি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here