লাভা উদগীরন শুরু, জরুরি অবস্থা

0
209

খবর ৭১ঃ যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের মাউন্ট কিলাওয়েয়া আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরন শুরু হয়েছে। আগ্নেয়গিরিটির কাছে পাশের একটি আবাসিক এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেখানে থেকে এক হাজার ৭০০ বাসিন্দাকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে লাভা বিস্ফোরিত হতে থাকে বলে বিবিসির খবরে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লাভা রাস্তা দিয়ে ছড়িয়ে পড়ে। এ সময় লাভার উত্তাপে আশপাশের গাছ পুড়ে যায়।
এদিকে হতাহতের আশঙ্কায় এরই মধ্যে আমেরিকান রেড ক্রস একটি নিরাপত্তার ছাউনি তৈরি করেছে। ঘটনাস্থল থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিতে হাওয়াইয়ের জাতীয় নিরাপত্তা দল সক্রিয় আছে বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সম্প্রতি দেশটিতে ভূমিকম্পের হার বেড়ে যাওয়াতেই আগ্নেয়গিরিতে ফাটল ধরেছে বলে জানানো হয় বিবিসির খবরে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here