লাঞ্চের ৩ মিনিট আগে বের হওয়ায় বেতন কাটা

0
263

খবর৭১: অফিসে লাঞ্চ ব্রেকের তিন মিনিট আগে বের হয়েছিলেন খেতে। সেই অপরাধে দিনের অর্ধেক বেতন কেটে নেয়া হয়েছে। সঙ্গে সহকর্মীদের সামনে বেশ ধমকও খেয়েছেন তিনি।

জানতে চাওয়া হল, কেন লাঞ্চ ব্রেকের একটু আগে ডেস্ক ছেড়ে উঠে যান তিনি? থাকেন কোথায় ওই সময়? করেনটা কী?

অভিযোগ, দুয়েক দিন নয়, গত সাত মাসে তিনি এমনটি করেছেন নাকি ২৬ দিন। তার অফিসের সময় নষ্ট করেছেন ৫৫ ঘণ্টা। দুপুর ১টায় লাঞ্চ ব্রেক শুরুর আগেই নাকি বের হয়ে গিয়েছিলেন তার দফতর ছেড়ে।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইন।

পশ্চিম জাপানের কোবে শহরের ঘটনা। যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কাজ করেন কোবে শহরের পানি সরবরাহ দফতরে। বয়স ৬৪ বছর। বিভাগীয় অফিসার।

শুধু আধবেলার মাইনে কেটে তাকে শাস্তি দিয়েই ক্ষান্ত হয়নি কর্তৃপক্ষ। এ ঘটনার কথা জানাতে ডেকেছেন সংবাদ সম্মেলনও। সেখানে ক্ষমাও চাওয়ানো হয় ওই কর্মীকে।

ওই কর্মী সাংবাদিকদের সামনে নতজানু হয়ে বলেন, আমি গভীরভাবে দুঃখিত।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তোলপাড়ও দেখা গেছে। কেউ কেউ তার পক্ষ নিয়েছেন, কেউ ছিলেন বিপক্ষে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here