লাখো প্রদীপ জ্বালিয়ে শহীদদের স্মরণ

0
265

খবর ৭১ঃ ‘লাখো শহীদ স্মরণে, লাখো প্রদীপ জ্বালো’ স্লোগানে বগুড়ায় লাখো প্রদীপ জ্বালিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়েছে। এই কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার লাখো নারী-পুরুষ অংশ নেন।

জেলা শহরের চারটি স্থানসহ ১১টি উপজেলায় পৃথক পৃথকভাবে শহীদদের স্মরণে এ আলোক প্রজ্জ্বলন করা হয়।

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বগুরা শহরের ঐতিহ্যবাহী আলতাফুন্নেছা খেলার মাঠে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান।

এসময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানকে উদ্দেশ্য করে মোখলেসুর রহমান বলেন, পাকিস্তান এসে দেখে যাও কীভাবে সব ধর্ম ও বর্ণের মানুষকে একত্রে নিয়ে বসবাস করতে হয়। একাত্তরে যেমন বাঙালি গর্জে উঠেছিল, এবারও তেমন জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের রাইফেল গর্জে উঠেছে। বাংলাদেশ জিতেছে, বাংলাদেশ জিতবেই।

অনুষ্ঠানে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার রুহুল আমিন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না প্রমুখ বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here