লন্ডনে বাঙালিপাড়ায় ছুরি হামলা, ৬ কিশোর আহত

0
394

খবর৭১: যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকায় পৃথক ছুরি হামলায় ছয় কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে দেড় ঘণ্টার ব্যবধানে এসব হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার মাইলএন্ডে প্রথম হামলার ঘটনা ঘটে। এতে তিন কিশোর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটকের কথা জানিয়েছে টাওয়ার হ্যামলেট পুলিশ।

এ ঘটনার ঘণ্টাখানেকের মধ্যে ইস্টইন্ডিয়া ডক এলাকায় আরেক কিশোর ছুরি হামলার শিকার হন। ওয়েস্ট লন্ডনের ইলিং বোর্ডয়ে এলাকায়ও ছুরিকাঘাতে এক কিশোর আহত হয়। একই সময়ে ১৩ বছর বয়সী অপর কিশোর ছুরি হামলার শিকার হয় নিউহামে।

প্রায় একই সময়ে ওয়ান্ডসওয়ার্থ এলাকায় ২০ বছর বয়সী আরেকজন ছুরি হামলার শিকার হয়েছে বলে জানায় পুলিশ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here