লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ড্রোন আতঙ্ক

0
227

খবর৭১:লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ড্রোন আতঙ্কে প্রায় এক ঘণ্টা বিমান চলাচল বন্ধ থাকার পর বিমানবন্দরটি পুনরায় খুলে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেলে হিথ্রো বিমানবন্দরের আকাশসীমানায় একটি ড্রোন ওড়ার খবর ছড়িয়ে পড়ে। সতর্কতার অংশ হিসেবে কর্তৃপক্ষ সব ধরনের বিমান ওঠা-নামা বন্ধ করে দেয়।

পরে নিরাপত্তা বাহিনী ড্রোনটির সন্ধান চালালেও পরবর্তীতে খুঁজে পাওয়া যায়নি। তবে বিমানবন্দরের আকশসীমানার প্রায় ৩’শ ফুট উপরে লাল-সবুজ রঙের একটি ড্রোন উড়তে দেখেন বলে দাবি করেন, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ক্যামেরাম্যান মার্টিন রোবর্টাস। ড্রোন আতঙ্কের পর বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা। গেলো মাসে, গ্যাটউইক বিমানবন্দরেও বেশ কয়েকবার ড্রোন দেখা যাওয়ায় বিমান ওঠা নামা বন্ধ রাখা হয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here