রোহিঙ্গা সঙ্কটের জন্য মিয়ানমার সরকার সরাসরি দায়ী : মাহাথির

0
248

খবর ৭১: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, স্বাধীন রাষ্ট্র মানে নিজের দেশের মানুষকে হত্যার স্বাধীনতা নয়। মিয়ানমার তার নিজের দেশের লোকদের হত্যা করেছে। রোহিঙ্গা সঙ্কটের জন্য মিয়ানমার সরকার সরাসরি দায়ী।

শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ৭৩তম অধিবেশনের চতুর্থ দিনে ভাষণদানকালে মিয়ানমারের সমালোচনা করতে গিয়ে একথা বলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির।
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সমালোচনা করেন মাহাথির। বিশ্বের প্রবীণতম এ প্রধানমন্ত্রীর অভিযোগ, শান্তিতে নোবলজয়ী সু চি রোহিঙ্গাদের ওপর চলমান সেনা বর্বরতা ঠেকাতে কোনো পদক্ষেপ নেননি। বরং এখন পুরো বিষয়টি তিনি নানাভাবে আড়াল করতে চাইছেন।

বর্তমান বিশ্বের অবস্থা শোচনীয় উল্লেখ করে ৯৩ বছর বয়সী মাহাথির বলেন, বিশ্বের অবস্থা আগের চেয়ে খারাপ। অর্থনৈতিক-রাজনৈতিক ও সামাজিক অবস্থা নাজুক হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here