রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধকে গণহত্যার ঘোষণা কানাডার

0
252
Rohingya refugees play at Balukhali Refugee Camp in Bangladesh, Monday, Aug. 27, 2018. Investigators working for the U.N.'s top human rights body said Monday that Myanmar military leaders should be prosecuted for genocide against Rohingya Muslims, taking the unusual step of identifying six by name among those behind deadly, systematic crimes against the ethnic minority. (AP Photo/Altaf Qadri)

খবর৭১:মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধকে গণহত্যা হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করেছে কানাডার পার্লামেন্ট।

বৃহস্পতিবারের ওই অধিবেশনে জাতিসংঘের মিশনের তদন্ত প্রতিবেদনেরও অনুমোদন দেয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলেছে।

ওয়াশিংটনে কানাডার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ক্রিসিয়া ফ্রিল্যান্ড রোহিঙ্গাদের বিরুদ্ধে সংগঠিত নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সংসদ সদস্যদের প্রশংসা করেন।

মানবাধিকার পর্যবেক্ষকরা এই ঘোষণাকে একটি মাইলফলক হিসাবে অভিহিত করেছেন।

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে ব্যাপকভাবে লঙ্ঘন, হত্যা, নির্যাতন এবং রোহিঙ্গাদের ঘরবাড়ি ও গ্রামগুলি পুড়িয়ে দেওয়ার মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here