রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় জাতিসংঘকে চায় না মিয়ানমার

0
342

খবর ৭১:রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমার জাতিসংঘকে রাখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

বুধবার তিনি এ কথা জানান।

সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারকে (ইউএনএইচসিআর) রাখতে চায় না মিয়ানমার। তারা চায় রেড ক্রিসেন্টকে সম্পৃক্ত করতে।

আন্তর্জাতিক চাপের মুখে মিয়ানমার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হলেও নানা অছিলায় প্রত্যাবাসন প্রক্রিয়া দীর্ঘায়িত করার পাঁয়তারা করছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদোতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে চুক্তি সই হয়।

খবর ৭১/ এস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here