রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিলম্বে বাংলাদেশকে দুষছে মিয়ানমার

0
300

খবর৭১:রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কার্যক্রম নির্ধারিত সময়ের পরে শুরু হওয়ার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে জানানো হয়েছে। এ ব্যাপারে মিয়ানমারের সরকারি একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ বিলম্ব হওয়ার ঘোষণা দিলেও ধারাবাহিকভাবে রাখাইনের বাঙালিদের (রোহিঙ্গাদের বাঙালি হিসেবে বিবেচনা করে মিয়ানমার) প্রত্যাবর্তনে প্রস্তুত আছে এবং বিলম্বিত হওয়ার দায় সম্পূর্ণ বাংলাদেশের।

মঙ্গলবার মিয়ানমারের ইউনিয়ন মন্ত্রী থং তুন সাংবাদিকদের জানান, মিয়ানমার তাদের গ্রহণ করবে যারা সীমান্ত পেরিয়ে আসবে। দিনে তিনশ জনকে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে সংখ্যা পরবর্তী সময়ে বাড়ানো হবে।

দেশটির সামাজিক কল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ে বলেন, আমাদের কোনো সমস্যা নেই, মিয়ানমার প্রস্তত রয়েছে। তবে বাংলাদেশ সমস্যায় রয়েছে, যে কারণে শরণার্থীদের ফেরতের কাজটি বিলম্বিত হচ্ছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here