রোহিঙ্গা আলোচনায় সু চি-হান্ট বৈঠক আজ

0
530

খবর৭১:রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করতে এখন মিয়ানমারে রয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমেরি হান্ট। দুইদিনের সফরে গতকাল বুধবার (১৯ সেপ্টেম্বর) মিয়ানমার পৌঁছান তিনি। আজ (২০ সেপ্টেম্বর) দেশটির কার্যত সরকার প্রধান অং সান সু চির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

এদিকে সফরের প্রাক্কালে রোহিঙ্গাদের জন্য সহায়তা ঘোষণা করেন তিনি। রাখাইনে সেনাবাহিনীর হাতে রোহিঙ্গাদের যৌন সহিংসতার শিকার হওয়ার প্রমাণ সংগ্রহের জন্যও সহায়তা বাড়ানো হবে বলে জানিয়েছেন হান্ট।

এক বিবৃতিতে ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মিয়ানমারে ভয়াবহ দুর্ভোগের কথা বর্ণনা করেছে। এ রকম মারাত্মক অভিযোগের মুখে মানবিক বোধ সম্পন্ন কোনো দেশই নিশ্চুপ থাকতে পারে না।

দুর্ভোগের শিকার যারা হয়েছে তাদেরকে নিরাপত্তা, মর্যাদা এবং ন্যায়বিচার পাইয়ে দিতে যা কিছু করা সম্ভব তার সবকিছু করতে আমরা বদ্ধপরিকর। ওইসব ঘৃণ্য কর্মকাণ্ডের শিকার হওয়া মানুষের প্রতি আমরা আমাদের আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে নিয়ে সহায়তা আরো বাড়িয়ে দেব।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here