রোটারি অরেঞ্জ সিলেট’র তৃতীয় অভিষেক অগ্রসর সমাজ বিনির্মাণের লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাশিন মহসিন

0
318

খবর ৭১ঃরোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর দিল নাশিন মহসিন বলেছেন, আর্ত মানবতার সেবা করাই হচ্ছে রোটারির মূল উদ্দেশ্য। এজন্যে রোটারিয়ানরা তাদের সময়-নিষ্ঠা কাজে লাগিয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের সমৃদ্ধির জন্যে সবচেয়ে বেশী প্রয়োজন শিক্ষার অগ্রগতি,শিক্ষার উন্নয়নেও রোটারিয়ানরা কাজ করছে। মোট কথা অগ্রসর সমাজ বিনির্মাণের জন্যে আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ।
রোটারি ক্লাব অব সিলেট অরেঞ্জ সিটির তৃতীয় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার রাতে সিলেট স্টেশন ক্লাবের সম্মেলন কক্ষে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান একেএম সামছুল হক দিপু’র স্বাগত বক্তব্য ও স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন পিডিজি শহীদ আহমদ চৌধুরী, ডিজিই লে.কর্নেল(অব.)এম আতাউর রহমান পীর, ডিজিএন ড.বেলাল উদ্দিন আহমদ,ক্লাবের এ্যাসাইন এ্যাসিসটেন্ট গভর্নর আহমেদ রেজাউল কবির জুবায়ের।
আইপিপি রোটারিয়ান মুজিবুর রহমান ও দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান ফরিদ উদ্দিন আহমদের যৌথ সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান আমান উদ্দিন আহমদ.রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান সুজন কুমার দাশ রোটারি সমন্ধে বক্তব্যে রাখেন রোটারিয়ান আসাদ্দুজ্জামান সায়েম, রোটারিয়ান তানবীর আহমদ চৌধুরী,অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন রোটারি ক্লাব চিটাগাং ইস্ট-এর পিপি জাহাঙ্গীর চৌধুরী,রোটারি ক্লাব জালালাবাদের পিপি রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ। অনুষ্ঠানে বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান শাহিন আহমদ দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী ওমর খৈয়াম এর কছে ক্লাব চার্টার হস্থান্তর করেন। বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান মুজিবুর রহমান এবং দায়ীত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান ফরিদ উদ্দিন আহমদ এর কাছে প্রেসিডেনশিয়াল কলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোটারীয়ান ফয়সল আহমদ,রোটারীয়ান মিসেস ডালিয়া হক, রোটারীয়ান সায়মা সুলতানা, রোটারীয়ান তপতি রানী তালুকদার প্রমূখ।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here