রেলের যৌবন ফিরিয়ে আনতে সরকার কাজ করছেঃ রেলপথ মন্ত্রী সুজন

0
475

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলের যৌবন ফিরিয়ে আনার জন্য সরকার ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সারাদেশে রেলের উন্নয়নে কাজ করা হচ্ছে। খুব শিগগির বঙ্গবন্ধু যমুনা সেতুতে ডবল লাইনের রেলওয়ে ব্রীজ, চিলাহাটি-হলদিবাড়ি, পঞ্চগড়-শিলিগুড়ি, আখাউড়া-আগরতলাসহ বিভিন্ন এলাকায় নতুন নতুন রেলপথ নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ কাজ শুরু হয়েছে রেলওয়ের ডাবল লাইন স্থাপনের কাজ। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার পথে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী এ্যাড.নুরুল ইসলাম সুজন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী রেলের সার্বিক উন্নয়নে রেলওয়েকে সবচেয়ে বেশী প্রাধান্য দিয়েছেন। তার পরিকল্পনা ও নির্দেশনায় সারাদেশে রেল যোগাযোগ সহজ করতে নতুন করে রেলপথ নির্মাণ কাজ শুরু হয়েছে। সরকারের উদ্দেশ্য প্রতিটি জেলার সাথে রেল যোগাযোগ স্থাপন ও সহজ করা। তিনি বলেন, ইতিমধ্যে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ৫০টি কোচের মধ্যে ১৫টি সৈয়দপুর রেলওয়ে কারখানায় এসে পৌছেছে। আগামি ২৪ মার্চের মধ্যে ১৮টি এবং মে মাসের মধ্যে বাকি ১৭টি কোচ এসে পৌছুবে বাংলাদেশে। এসব কোচ পরীক্ষা-নিরীক্ষা শেষে বিভিন্ন ট্রেন বহরে যোগ করা হবে। রেলের জমি ও স্থাপনা অবৈধ দখলে যাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, হারিয়ে যাওয়া রেলের যৌবন ফিরিয়ে আনতে আমরা রেল এবং রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ শুরু করেছি। যৌবন ফিরে এলেই রেলের যৌবন পাওয়া রেল কর্মীরাই দখলে যাওয়া জমি উদ্ধার করবে। সৈয়দপুর-ঢাকা রুটে দিবাকালীন ট্রেন চলাচল প্রসঙ্গে তিনি বলেন, রেলের উন্নয়ন ধারাবাহিকতায় পর্যায়ক্রমে সব করা হবে। এর আগে মন্ত্রী নবরূপে আধুনিকায়ন করা ইন্দোনেশিয়া থেকে আনা রেলকোচগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি বগি ঘুরে দেখেন এবং নতুন রূপে এসব কোচ সাজানোর মান দেখে সন্তোষ প্রকাশ করেন। কারখানা পরিদর্শনকালে এসময় মন্ত্রীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খন্দকার শহিদুল ইসলাম, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক জয়দুল ইসলাম পার্বতীপুর লোকোমেটিভ কারখানার সিএক্স মুহাম্মদ কুদরত-ই-খুদা, মন্ত্রীর এপিএস মো. রাশেদ প্রধানসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here