রেজিস্টারে স্বাক্ষর করতে ভুলে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

0
355

খবর৭১ঃসংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর রেজিস্টারে স্বাক্ষর করতে ভুলে গিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্মরণ করিয়ে দিলে পরে স্বাক্ষর করেন তিনি।

সোমবার ভারতীয় সংসদের অস্থায়ী স্পিকার বীরেন্দ্র কুমারের কাছে শপথ নেয়ার পর এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

চতুর্থবারের জন্য সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোমবার ভারতীয় সংসদের অস্থায়ী স্পিকার বীরেন্দ্র কুমারের কাছে শপথ নেন তিনি। গত মাসে কেরালার ওয়ানাদ থেকে নির্বাচিত হল রাহুল।

গান্ধী পরিবারের রাজনৈতিক ঘাঁটি উত্তরপ্রদেশের আমেঠিতেও দাড়িয়েছিলেন তিনি। কিন্তু বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫৫,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান।

সোমবার বিকালে ইংরেজিতে শপথ নেন রাহুল। তারপরই নির্ধারিত আসনের দিকে হাঁটা দেন তিনি। তখনই তাকে স্বাক্ষর না করার ব্যাপারটি স্মরণ করিয়ে দেন কয়েকজন কর্মী ও সংসদ সদস্য, যাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও ছিলেন। ।

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর রাহুলকে তার মা সোনিয়া গান্ধী ও দলের অন্যান্য নেতারা স্বাগত জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here