রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা বাতিল

0
421

খবর৭১: ঝলমলে রাজধানীর আকাশে হঠাৎ কালো মেঘ। মুহূর্তের মধ্যেই অন্ধকারে ঢেকে গেল পুরো রাজধানী। ঠিক এই সময়ে হওয়ার কথা ছিল রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ‘ক্যাশ কর্মকর্তা’ পদে নিয়োগ পরীক্ষা। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারছিলেন না। তাই পরীক্ষাটি বাতিল করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৩০ মার্চ) বিকালে ঢাকা মহানগর মহিলা কলেজ কেন্দ্রে ৩২৮টি পদের জন্য এ পরীক্ষায় বসেছিলেন প্রায় চার হাজার চাকরিপ্রত্যাশী।

ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির সদস্য সচিব বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান বলেন, ‘বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের লিখিত পরীক্ষা ছিল। বিদ্যুৎ না থাকায় পরীক্ষা কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীরা একজন আরেকজনের চেহারা পর্যন্ত দেখতে পারছিলেন না। তাই পরীক্ষাটি বাতিল করা হয়েছে।’

মোশাররফ হোসেন খান আরও জাননা, আগামী মাসের মাঝামাঝি এ পরীক্ষা নেয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তখন নতুন সময়সূচি জানিয়ে দেয়া হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here