রুয়ান্ডার গির্জায় বজ্রপাতে নিহত ১৬, হাসপাতালে ভর্তি ১৪০

0
347

খবর ৭১: রুয়ান্ডার গির্জায় একটি মাত্র বজ্রপাতেই ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪০ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দেশটির দক্ষিণে পাহাড়ি শহর নিয়ারুগুরুর সেভেন্থ-ডে অ্যাডভান্টিস্ট চার্চে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা এএফপি জানায়, ওই গির্জায় বজ্রপাত প্রতিরোধ করার মতো প্রয়োজনীয় যন্ত্র বা ডিভাইস, যেমন বজ্রপাত নিরোধক দণ্ড নেই।

জানা গেছে, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে রুয়ান্ডায় ভবন নির্মাণ নীতিমালা এবং শব্দদূষণ প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে সাতশর বেশি গির্জা বন্ধ করে দেয়া হয়েছে। এ ছাড়া এ এলাকাটি বজ্রপাতসহ নানা ধরনের দুযোর্গপ্রবণ হওয়ার কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

স্থানীয় মেয়র হাবিটেগেকো জানান, নিহতদের মধ্যে অধিকাংশই ঘটনাস্থলে মারা গেছেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানেও দুজন মারা যান।

তিনি আরও জানান, আহতদের মধ্যে আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শুক্রবার বজ্রপাতের ঘটনায় ১৮ শিক্ষার্থীর মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here