রুমায় পাহাড় ধসে যানাবাহন চলাচল সাময়িকভাবে বন্ধের নির্দেশঃ উপজেলা প্রশাসন

0
643
পাহাড় ধসে যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ

খবর৭১ঃ

মংহাইথুই মারমা, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে রুমা উপজেলার প্রধান সড়ক যাওয়ার রাস্তায় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্নে গত ৮রা জুলাই অনুমানিক সন্ধ্যা ৬টার দিকে প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে যানবাহন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। আজ ৮ই জুলাই(মঙ্গলবার) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদে নিবার্হী কর্মকর্তা,জনাব মো: শামসুল আলম পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়াম বমসহ রুমা বাজার ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন। সকলের সহযোগিতায় ধসে পারা মাটিগুলো সরে দেওয়ার নিদের্শ দিয়ে কয়েকজন শ্রমিক সহযোগিতায় রাস্তা পরিষ্কার করা হয়। রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়েদ উদ্দিন জাতীয় সংগীত চলাকালীন সময় সকল ছাত্র-ছাত্রী সর্তক ভাবে পথ চলাচলের নিদের্শ ও পরামর্শ প্রদান করেন। বর্ষা পানি নিয়ন্ত্রণ হলে সব মাটি বুলজার দিয়ে মাটি সাড়ানো হবে বলে জানান উপজেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here