রিয়াল ছাড়লেন জিদান

0
573

খবর৭১: টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পরও রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জিনেদিন জিদান। তিনি মনে করেন, ইউরোপ চ্যাম্পিয়ন রিয়ালের এখন নতুন কোচ প্রয়োজন।

বৃহস্পতিবার (৩১ মে) এক সংবাদ সম্মেলনে রিয়াল ছাড়ার ঘোষণা দেন জিদান।

গত আড়াই বছরে রিয়াল মাদ্রিদকে মোট ৯টি শিরোপা এনে দেয়া এই ফরাসি কোচ পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পাল্টে গেছে। সময় সবকিছুকেই বদলে দেয়। একারণেই আমি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৬ সালের জানুয়ারিতে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়া জিদান রিয়ালের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এই ক্লাবকে ভালোবাসি। আমি মনে করি, এই দলের জয়ের ধারা ধরে রাখা প্রয়োজন। আর সেজন্যই নতুন কোচ প্রয়োজন। নতুন কর্মপদ্ধতি ও কৌশল প্রয়োজন।’

রাফায়েল বেনিতেসের উত্তরসূরি হিসেবে রোনালদো-মার্সেলোদের দায়িত্ব নেয়ার পর গত তিন মৌসুমে প্রিয় দলকে টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে অনন্য রেকর্ড গড়েন ৪৫ বছর বয়সী জিদান। ২০১৬ সালের ৪ জানুয়ারি দায়িত্ব নেয়ার পর জিদানের অধীনে মোট ১৪৯টি ম্যাচে মাঠে নেমেছে রিয়াল। যার মধ্যে জিতেছে ১০৪টি ম্যাচে, হারতে হয়েছে ২৯টিতে আর সমতায় শেষ হয়েছে ১৬টি ম্যাচ। ফরাসি এই তারকার অধীনে ৩৯৩টি গোল পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

তিন-তিনবার ইউরোপ সেরা হওয়া গেছে সত্যি, তবে লা-লিগায় কিন্তু মেলেনি সেরকম সাফল্য। দ্বিতীয় মৌসুমেই অবশ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপার সঙ্গে পেয়েছিলেন স্প্যানিশ লিগের শ্রেষ্ঠত্বও। তবে দায়িত্ব পাওয়া প্রথম ও শেষ মৌসুম (২০১৫-১৬ ও ২০১৭-১৮) ধরে জিদানকে লা-লিগা পর্ব শেষ করতে হয়েছে রানার্সআপ হয়েই।

হতাশাটা ফুটে উঠেছে স্বয়য় জিদানের কণ্ঠেও, ‘আমার মনে হয় আমি যদি দায়িত্বে থাকি তবে মাদ্রিদের জন্য জেতাটা কঠিন হয়ে পড়বে। এ বছর কোপা দেল রের দিকে তাকান, এটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না।’

জিদান বলেন, ‘আমি যদিও আগামী মৌসুমে এখানে ম্যানেজার থাকতাম, তাহলে আমাদের জন্য খুব কঠিন হতো কোনো শিরোপা জেতা। এ মৌসুমে কোপাতেই দেখেছেন এটা । ঘরোয়া টুর্নামেন্টের কথা ভুলে যেতে পারেন না আপনি। আপনাকে জানতে হবে কখন থামতে হয়। দলের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আমি কোচিং করে ক্লান্ত না। আমি তিন বছর ধরে ম্যানেজারের দায়িত্বে আছি কিন্তু এ ক্লাব ছাড়ার এটাই সময়।’

ভবিষ্যতে আবারও দায়িত্ব নিয়ে ফিরবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই আমি ফিরতে পারি। আমি সব সময় এ ক্লাবের কাছেই থাকব, কারণ এটা আমার হৃদয়ের খুব কাছের ক্লাব। অনেকেই বুঝতে চাইবে না কিন্তু এটাই সঠিক সময়। খেলোয়াড়দের জন্যও। আমি কীভাবে খেলোয়াড়দের কাছ থেকে আরও বেশি চাই? বড় খেলোয়াড়দেরও পরিবর্তন দরকার।’

এদিকে জিদান পদত্যাগের ঘোষণা দিলেও এ ব্যাপারে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনও কোনও কথা বলেনি। সূত্র: ডেইলি মেইল অনলাইন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here