রায়ের কপি পেলে রবিবারই আপিল করবেন খালেদা জিয়া

0
259

খবর৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেয়া দণ্ডাদেশের বিরুদ্ধে আগামী সপ্তাহেই আপিলের প্রস্তুতি নিয়েছেন তার আইনজীবীরা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রায় ঘোষণার পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘এখন আমরা চেষ্টা করছি রায়ের একটি সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) বা অথেনটিকেটেড কপি পেতে। যেকোনো ভাবে একটি কপি আমাদের আইনজীবীরা বের করবেন। সেই কপি পাওয়ার পর আগামী রবিবারে আপিল করা হবে। একইসঙ্গে জামিনও চাওয়া হবে।’

দণ্ডিত হওয়ার পর খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, ‘এটি প্রথমে কোর্ট, এরপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট রয়েছে। চূড়ান্তভাবে মমলায় কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি (খালেদা জিয়া) নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। চুড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত এটি বলা যায় না যে, তিনি শাস্তিপ্রাপ্ত। তাই আমরা মনে করি যতদিন পর্যন্ত এটা (রায়) চূড়ান্ত না হবে ততদিন পর্যন্ত তিনি (খালেদা জিয়া) নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে বেগম খালেদা জিয়ার জামিন পাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই।’

এর আগে মওদুদ তার বক্তব্যে বলেন, ‘এই মামলার সাথে বেগম খালেদা জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো কাগজে কোনো সই নেই। কোনো ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার কোনো সই নেই। তিনি একেবারেই জড়িত নন। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে এ মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে।’

সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘আমাদের সংবিধানের ৩৫ অনুচ্ছেদে আছে যে বিচার হতে হবে ইন পাবলিক, উন্মুক্তভাবে। কিন্তু এই বিচার ইনপাবলিক হয়নি। কারণ ট্রায়ালের সময় সাধারণ মানুষ তো নয়ই, অনেক আইনজীবীকেও যে আদালতে তার বিচার হলো সে আদালত আদালতে প্রবেশ করতে দেওয়া হয়নি। এটাকে আমরা পাবলিক ট্রায়াল বলবো না। এটা সংবিধানের বিরাট লংঘন। সংবিধানকে লংঘন করে, মৌলিক অধিকার হরণ করে এই বিচারের ব্যবস্থা তারা (সরকার) করেছে।’

তিনি বলেন, ‘এটি কোনো ফৌজদারি মামলা না। এটি একটি রাজনৈতিক মামলা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই মামলা পরিচালনা করা হয়েছে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া তারেক রহমানসহ এ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সাজা ও দুই কোটি ১০ লাখ টাকারও বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আখতারুজ্জামান এই রায় দেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here