রাহুল গান্ধী বিজেপির বড় সম্পদ

0
525

খবর৭১:রাহুল গান্ধী বিজেপির বড় সম্পদ৷ তাঁর হাত ধরেই মহাত্মা গান্ধীর স্বপ্ন পূর্ণ হবে বিজেপির৷ কংগ্রেস শেষ হয়ে যাবে, দেশে থাকবে একটা সর্বভারতীয় দল, বিজেপি৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করে এমনই মন্তব্য করলেন রাজস্থানের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রীচাঁদ কৃপালিনী৷

রাজস্থানের প্রতাপগড় জেলায় রাজ্য সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি৷ শুধু রাহুল গান্ধীই নয়, তাঁর কটাক্ষের নিশানায় ছিলেন কংগ্রেসের তামাম সমর্থক, যাঁরা নতুন সভাপতি পেয়ে উল্লাসে মেতেছেন৷ শ্রীচাঁদ বলেন, বিজেপির প্রত্যেক নেতা সমর্থকের উচিত রাহুল গান্ধীকে অভিনন্দন জানানো৷ তিনি বিজেপির কাজ অনেক সহজ করে দিয়েছেন বলে মত এই মন্ত্রীর৷ এই ভেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও, রাহুলকে অভিনন্দন জানিয়েছেন বলে ব্যাখ্যা তাঁর৷

মন্ত্রীর আরো মন্তব্য, মহাত্মা গান্ধীও কংগ্রেসের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের বিরোধী ছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত জহওরলাল নেহেরু সেই পরামর্শ মানেননি৷ গান্ধীজি তখনই কংগ্রেসের পতন দেখতে পেয়েছিলেন৷ এবার রাহুল গান্ধী সেই স্বপ্ন সফল করতে চলেছেন৷ তাই কংগ্রেসের উচিত খুশি হওয়া৷

এরপর কিছুটা নিয়মবহির্ভুতভাবে গুজরাটের নির্বাচন নিয়ে নিজের বক্তব্য রাখেন তিনি৷ প্রায় ঘোষণাই করে দেন রাজ্যে ফের স্বমহিমায় ফিরতে চলেছে বিজেপি৷ মোদির গড়ে হাত শিবির সুবিধা করতে পারবে না বলে প্রত্যয়ী তিনি৷

তাঁর বক্তব্য নিয়ে যতই বিতর্ক থাক, গুজরাটের বুথ ফেরত সমীক্ষাগুলি তাঁকেই সমর্থন করছে৷ তবে কিছু সমীক্ষা বলছে আসন সংখ্যা বাড়তে পারে কংগ্রেসের।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here