রাস্তায় যানবাহন নেই, মানুষের চরম ভোগান্তি

0
319

খবর৭১ঃসড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।
ধর্মঘটের কারণে রাজধানীসহ সারাদেশ অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন। রাস্তায় গণপরিবহন না থাকায় পথে পথে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। অনেকে ধর্মঘটের খবর আগে থেকে না জানায় সকালে রাস্তায় নেমে পড়েন ভোগান্তিতে। বাস না পেয়ে বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রীদের ভোগান্তিও।
সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর বাড্ডা, রামপুরা ও মালিবাগ রেলগেট এলাকায় দেখা গেছে অফিসগামী শত শত মানুষ বাস না পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। কেউ রিকশায় কিংবা কেউ পা হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
আনোয়ার হোসেন নামে একজন স্কুল শিক্ষক ক্ষোভ প্রকাশ করে  বলেন, নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের ইঙ্গিতেই বাস মালিকরা এই ধর্মঘট ডেকেছে। যে দেশে মন্ত্রীর ইশারায় ধর্মঘট হয় সে দেশের মানুষ আর যাবে কোথায়?
তিনি বলেন, সাধারণ মানুষকে কষ্ট দিয়ে এ ধরনের ধর্মঘট ডাকার কোনো মানে হয় না।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here