রাষ্ট্রপতির সঙ্গে সুদানের রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক

0
312

খবর৭১:বাংলাদেশে নিযুক্ত সুদানের অনাবাসিক রাষ্ট্রদূত সিরাজুদ্দিন হামিদ ইউসিফ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, এ সময় রাষ্ট্রপতি চলমান রোহিঙ্গা সংকটে সামগ্রিক সাহায্য ও সহযোগিতার জন্য সুদানের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান।’

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও সুদানের মধ্যে ব্যবসা ও বিনিয়োগের সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৈঠকে বাংলাদেশ ও সুদানের মধ্যে সম্ভাবনার দিকগুলো কাজে লাগাতে এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।

সেসময় বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here