রাবি শিক্ষক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

0
299

খবর ৭১ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ মামলার রায় ঘোষণা করেন। দ-প্রাপ্ত আসামিদের মধ্যে মাসকাওয়াত হাসান ওরফে সাকিব ও শরিফুল ইসলাম মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তারা দুজনই বগুড়া জেলার শিবগঞ্জের বাসিন্দা। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা পিতা-পুত্র আবদুস সাত্তার ও রিপন আলী। তারা রাজশাহী জেলার নারিকেলবাড়িয়া এলাকার বাসিন্দা। অপর একজন হলেন নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ। আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয় ।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩শে এপ্রিল রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজের বাড়ির কাছেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষককে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here