রাত পোহালেই কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন

0
254

সহিদুল আলম বাবুল, উলিপুর (কুড়িগ্রাম);
রাত পোহালেই কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন। ইতোমধ্যে সুষ্ঠো নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ২৪ জুলাই সকাল থেকে সকল কেন্দ্রে নিরিবিচ্ছিন্ন ভোট গ্রহনের জন্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগের অধ্যাপক এমএ মতিন নৌকা ও জাতীয় পার্টির অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার লাঙ্গল প্রতিকে এ উপ-নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। গত কয়েক দিনের নির্বাচনি সংহিংসতার কারনে ভোট কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এজন্য ২৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ৪ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। কুড়িগ্রাম-৩ আসনে উলিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও চিলমারী উপজেলার ৪ টি ইউনিয়নের ৩ লাখ ৬৩ হাজার ৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ৪ শত ৭৭ ও নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৫ শত ৯৮ জন। ভোট গ্রহনের জন্য উলিপুর উপজেলায় ১৩০ টি ও চিলমারী উপজেলায় ২৯টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে একজন পুলিশ অফিসারসহ ২২ থেকে ২৬জন সশস্ত্র পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। স্ট্রাইকিং ফোর্সে রংপুর র‌্যার’র ৩০টি টহল টিমে ৩শত ৪৬জন সদস্য, ১৩ প্লাটুন বিজিবিতে ২ শত ৬৩ জন জওয়ানসহ বিপুল সংখ্যক অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছে। ভোটগ্রহনের জন্য ১ শত ৫৯ টি কেন্দ্রে ৭ শত ৬৭ জন স্থায়ী ও অস্থায়ী ১শত ২১ টি বুথে দায়িত্ব পালনের জন্য ১শত ৫৯ জন প্রিজাইডিং অফিসার, ৭শত ৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ৫৩৪ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। রিটার্ণিং অফিসার ও রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসার জিএম সাহাতাব উদ্দিন সাংবাদিকদের বলেন, অবাধ ,সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহন অনুষ্ঠানের জন্য সকল প্রস্ততি নেয়া হয়েছে। যাতে সম্মানিত ভোটার বৃন্দ নির্বিঘেœ ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এদিকে র‌্যাব-১৩ এর কমাডিং অফিসার অতিরিক্ত ডিআইজি খন্দকার মোজাম্মেল হক শহরের বড় মসজিদ মোড়ে সাংবাদিকদের বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সাথে র‌্যাব কাজ করছে। যাতে ভোটাররা নির্বিঘেœ ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারেন। আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপুর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করছি। উল্লেখ্য, চলতি বছরের ১০ মে জাতীয় পার্টির সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলামের মৃত্যু জনিত কারণে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। এই আসনে গত ১০ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফশিল অনুযায়ী ৪ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here