রাণীনগরে লটারীর র‌্যাফেল ড্র-তে গুলির ঘটনায় মামলা: ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

0
276

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অবৈধ লটারীর র‌্যাফেল ড্র-তে গুলি স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় থানায় মামলা। এঘটনায় শনিবার রাতে উপজেলার শহর থেকে স্থানীয় গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবুল হাসনাত খাঁন হাসনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান জানান, শনিবার রাতেই গুলিবিদ্ধ রোবায়েত এর বাবা মো: জাবেদ আলী বাদী হয়ে রাণীনগর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের করছেন জেলা গোয়েন্দা পুলিশ। মামলার পর ওই এলাকা থেকে আশিকুজ্জামান রাব্বী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তারকৃত দুইজনকে রবিবারে জেল হাজতে পাঠানো হয়েছে। ওসি আরো জানান ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক আয়োজিত ঘোষগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধ লটারী র‌্যাফেল ড্র প্রশাসনের অনুমতি ছাড়াই ওই কমিটি লটারীর র‌্যাফেল ড্র চালিয়েছে।

রাব্বীর রোববার আদালতে দেওয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে গুলির ঘটনায় জড়িত থাকাসহ সে বিষয়ে গুরত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ হেল জামান।

উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় শুক্রবার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ঘোষগ্রাম-বেতগাড়ী উদয়ন ক্রিড়া সংসদ কর্তৃক এক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সন্ধ্যার পর খেলা উপলক্ষে অবৈধ র‌্যাফেল ড্র (লটারী) ছাড়া হয়। র‌্যাফেল ড্র চলাকালিন সময়ে রাত অনুমান ১১টার সময় কে বা কাহারা অর্তকিত ভাবে গুলি ছোড়ে।

এতে ভবানীপুর মন্ডলপাড়া গ্রামের জাবের মন্ডলের ছেলে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: রোবায়েত হোসেনের মাথায় গুলি লেগে গুরুত্বর আহত হন। রোবায়েতকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মো: রোবায়েত হোসেন ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আহত অপর ২জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here