রাণীনগরে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

0
251

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ভান্ডাগ্রামে রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার উদ্যোগে দুইদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র এই মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করছে। শনিবার সকালে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুল প্রাঙ্গনে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পে রফিজান মেমোরিয়াল অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি স্কুলের শতাধিক শিক্ষার্থীসহ এলাকার প্রতিবন্ধি, বাত, ব্যথা, প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে বিনামূল্যে এই ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রফিজান অটিষ্ট্রিক ও প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার সভাপতি ও সাবেক অধ্যক্ষ মো: আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মো: সামছুল আলম, স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ, সদস্য এনামুল হক রানা, ডা: আজগর আলী, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মতিন, আনোয়ারুল ইসলাম, নকিব উদ্দিন, ডা: ফজলুর বারী প্রমুখ।

ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা: মো: আসাদুজ্জামান, থেরাপী সহকারি ওছিম উদ্দিন, টেকনিশিয়ান সুমি আক্তার, কম্পিউটার অপারেটর জাহাঙ্গির হোসেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here