‘রাজাকারের তালিকায় কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের নাম আসবে না’ঃ প্রধানমন্ত্রী

0
482
সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই

খবর৭১ঃ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকা দুঃখজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তালিকা গোলমাল করে ফেলেছে, তবে কীভাবে এমন ভুল হলো তা রহস্যজনক। বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি।

রাজাকারের তালিকায় কোনোভাবেই মুক্তিযোদ্ধাদের নাম আসবে না বলেও সাফ জানিয়ে দেন সরকার প্রধান।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া কিংবা এরশাদ ব্যবহার না করলে পাকিস্তানের করা তালিকা নিয়ে গোলমাল হতো না বলেও এসময় মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকারের তালিকায় রাখা যাবে না, এটা অসম্ভব। যার পরিবারের মানুষ শহীদ হলো, তাদের পরিবারের মানুষের দুঃখের সীমা থাকার কথা না। প্রকাশিত তালিকা নিয়ে তিনি বলেন, সরকারের প্রধান হিসেবে এ ঘটনায় আমারও দায় আছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এ ঘটনায় সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এই তালিকা রাজাকারের না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here