রাজশাহী-১ আসনে সাবেক মন্ত্রী আমিনুল হকসহ ৮ জনের মনোনয়ন পত্র বাতিল

0
258

খবর৭১:নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃ রাজশাহী-১(গোদাগাড়-তানোর)আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকসহ ৮ জনের মনোনয়ন গত্র বাতিল করেছে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার এসএম আব্দুল কাদের। মনোনয়ন পত্র বাতিল অন্য প্রার্থীরা হচ্ছেন,কেন্দ্রীয় জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান,বাসদের আফজাল হোসেন,স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দীন বিশ্বাস,সাইদুর রহমান,সুজাউদ্দীন,শহিদুল করিম শিবলী ও বিএনপির বিদ্রোহী শাহাদত হোসেন সাহিন। গতকাল রোববার সকাল ৯ টায় রিটানিং অফিসারের কার্যালয়ে যাছাই-বাছাইয়ে তথ্য গোপন করায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের মনোনয়ন পত্র বাতিল হয়। তবে তার স্ত্রী ও বিএনপির বিকল্প প্রাথীৃ আভা হকের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। এছাড়াও আওয়ামীলীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরী,ওয়াকার্স পাটির রফিকুল ইসলাম পিয়ারুল ও ইসলামী আন্দোলনের আব্দুল মান্নানের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। ব্যারিস্টার আমিনুল হক মনোনয়ন পত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে উপজেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার মাহফুজুল হক মিলন জানান। জামায়াতের অধ্যাপক মজিবুর রহমানও আপিল করবেন বলে স্থানীয় জামায়াতের একটি সুত্র জানায়। এদিকে ব্যারিস্টার আমিনুল হক ও জামায়াতের অধ্যাপক মজিবুর রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়ে যাওয়ায় রাজশাহী-১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে আভা হক নিশ্চিত বলে স্থানীয় বিএনপির নেতাকর্মিরা দাবি করেন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here