রাজশাহীতে শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

0
326

খবর ৭১:রাজশাহীতে ১০ বছরের শিশু রাব্বিকে অপহরণের পর হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ১ জনকে অমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকালে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন।

জেলার মোহনপুরের বেড়াবাড়ি গ্রামের ১০ বছরের শিশু রাব্বিকে অপহরণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মোহনপুর উপজেলার বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মাজেদুর রহমান ওরফে সাগর (১৯), আবদুর রাজ্জাকের ছেলে রিপন সরকার ওরফে লিটন (২৫) এবং হযরত আলীর ছেলে নাজমুল ইসলাম (২৫)।

অমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসিনুর বেগম (৩০) মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাগরের সৎমা। কারাদণ্ডের পাশাপাশি আসিনুর বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এ মামলায় সাগরের বাবা আবুল কাশেম ছাড়াও আরও দুজন আসামি ছিলেন। আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন। তারা হলেন- একই গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩০) এবং আবদুল হাকিমের ছেলে মো. সাহাবুদ্দিন (২৪)।

আদালতের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু জানান, এ মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন একরামুল হক ও মোশারফ হোসেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২০ ডিসেম্বর বেড়াবাড়ি ডাইংপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ফজলে হোসেন ওরফে রাব্বিকে (১০) অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here