রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশের তারিখ ঘোষণা

0
228

খবর ৭১: আগামী ৬ নভেম্বর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার বেলা ১১টায় নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এ তথ্য নিশ্চিত করেন। এজন্য পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলেও জানান এই নেতা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবি জানিয়ে রাজশাহীত সংবাদ সম্মেলন ডাকে নগর বিএনপি। এসময় মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, চারহাজার কোটি টাকায় ইভিএম কেনা হয়েছে কেবল আওয়ামী লীগকে জেতানোর জন্যে। তারা ইভিএমমের ৪ হাজার কোটি টাকা দিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করতে পারতো। কিন্তু তারা সেটা করেনি। আগামী নির্বাচনেও যেন সহজে ক্ষমতায় যেতে পারে সে কারণে তারা এ অভিনব পন্থা অবলম্বন করছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, আগামী নির্বাচনে বড় ধরণের ভোট ডাকাতি করার লক্ষ্যে নির্বাচন কমিশন ইভিএমের প্রতি অতি উৎসাহ দেখাচ্ছে। সিলেটে ইভিএম প্রদর্শনীতেই ইভিএম নষ্ট হয়ে গেছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আগামী ৬নভেম্বর মাদ্রাসা মাঠে ঐক্যফ্রন্টের বিশাল জনসভা করা হবে। এজন্য পুলিশের কাছে অনুমতিও চাওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। উপস্থিত ছিলেন নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু প্রমুখ।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here