রাজনৈতিক আশ্রয়, কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র

0
705

খবর৭১: রাজনৈতিক আশ্রয় দেয়ার ব্যাপারে আরো কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস বিভাগ এক বিবৃতিতে জানায়, যোগ্যতা নেই, অথচ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এমন আবেদন শনাক্ত করে সেগুলো বাতিল করা হবে।

বিভাগের পরিচালক এল ফ্রান্সিস সিসনা জানান, শুনানির মধ্য দিয়ে ওই আবেদনগুলো যাচাই করা হবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। এক্ষেত্রে, সাম্প্রতিক আবেদনপত্রগুলো আগে নিষ্পত্তি করার কথা জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

এরপর, পর্যায়ক্রমে পুরোনোগুলো নিষ্পত্তি করা হবে। ২০১৮-এর ২১শে জানুয়ারি পর্যন্ত ৩ লাখ ১১ হাজার আবেদন জমা পড়ে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত মঙ্গলবার তার প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে অভিবাসন নীতিসহ আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে নীতিগত পরিবর্তনের ঘোষণা দেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here