রাজধানী যাত্রাবাড়ীতে ভুয়া পুলিশ গ্রেফতার

0
333

খবর৭১:পুলিশের পোশাক, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে পুলিশ সেজে প্রতারণা করে আসছিল। সাধারণ মানুষও প্রকৃত পুলিশ মনে করে তার সঙ্গে সেভাবেই ব্যবহার করত। র্যাব-১০ গোপন সূত্রে জানতে পেরে গতকাল বুধবার দুপুরে যাত্রাবাড়ী ওয়াসা রোড থেকে কয়েস আহমেদ রাব্বী নামের এই প্রতারককে গ্রেপ্তার করেছে।

রাব্বীর বাসা থেকে উদ্ধার করা হয়েছে ডিএমপির একটি ইউনিফর্ম (হাফ শার্ট, যার দুই পাশে সোলডারে পুলিশ ব্যাজ ও এএসআই র্যাংক ব্যাজ লাগানো, হ্যাংগিং ব্যাজসহ), নেভি ব্লু রঙের দুটি ফুল প্যান্ট, দুটি ইউনিফর্ম বেল্ট (কালো রঙের), এক জোড়া বুট, পুলিশের মনোগ্রামসহ একটি ফিল্ড ক্যাপ, দুটি রিফ্লেক্টিং ভেস্ট ফিতাসহ একটি বাঁশি, একটি ওয়াকিটকি সেটসহ নানা সরঞ্জাম।

রাব্বীর বাবার নাম কাউসার আলী টুকু। উত্তর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডের বাসিন্দা রাব্বী প্রতারকচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সে যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here