রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

0
246

খবর৭১:রাজধানীর ছোট দিয়াবাড়ী, বেড়িবাঁধ, মাজার রোড, মিরপুর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন
(ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ২০০টি অস্থায়ী সেমিপাকা, টিনশেড দোকান, সীমানা প্রাচীরসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২৫ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়। এ অভিযানের পূর্বে মাইকিং করার ফলে অনেক অবৈধ দখলকারীরা তাদের অবৈধ স্থাপনা পূর্বেই সরিয়ে নেয়। ডিএনসিসির অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

এছাড়া সড়কে বাঁশ ফেলে রেখে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৩টি বাঁশের আড়তকে ৩টি পৃথক মামলায় সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকালে অন্যান্যের মধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহসহ আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here